Episodes
![চশমা বদলঃ প্রতিলিপির প্রতিযোগিতায় পুরস্কৃত অডিও গল্প](https://pbcdn1.podbean.com/imglogo/ep-logo/pbblog2365503/chasma-badoll-podcast_300x300.png)
Friday Feb 01, 2019
চশমা বদলঃ প্রতিলিপির প্রতিযোগিতায় পুরস্কৃত অডিও গল্প
Friday Feb 01, 2019
Friday Feb 01, 2019
আমার পাঠ করা আমার নিজের গল্প 'চশমা বদল' প্রতিলিপির অডিও প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। চশমা পরা এক যুবতীর বিয়ের সম্বন্ধের অভিজ্ঞতা নিয়ে এই গল্প। গ্র্যাজুয়েশন পাশ করার সাথে সাথে বিয়ের সম্বন্ধ আসতে শুরু করল। পাত্রপক্ষের সবারই দেখি যত রাগ তার চশমার উপরে। বলে — “ও বাবা! এত্ত ভারী চশমা! ছেলেমেয়েগুলো তো চোখ থাকতেও ধৃতরাষ্ট্র গান্ধারী হবে!” তারপর বাবার আনা মৌচাকের বিখ্যাত কালোজাম খানায় কামড় বসিয়ে বলে — “না— না, কমলবাবু এ আপনার ভারী ভুল হয়েছে, আপনার কন্যা যে চোখে ছোটখাটো একজোড়া ডাম্বেল পরে আছে, তা তো আপনি বলেননি! শুধু শুধু সেই ভবানীপুর থেকে দৌড়ে আসা!”
Version: 20241125
Comments (0)
To leave or reply to comments, please download free Podbean or
No Comments
To leave or reply to comments,
please download free Podbean App.